Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

🌴🌴🌴‘খেজুরের রস খেজুরের গুড়, দক্ষিণের দ্বার মাদারীপুর’🌴🌴🌴


শিরোনাম
নবায়ন বিহীন মেয়াদ উত্তীর্ণ নিবন্ধন সনদ বাতিল সংক্রান্ত।
বিস্তারিত

বিষয়: নবায়ন বিহীন মেয়াদ উত্তীর্ণ নিবন্ধন সনদ বাতিল সংক্রান্ত।


এতদ্বারা সার ও সারজাতীয় পণ্যের আমদানীকারক, উৎপাদনকারী ও পরিবেশক প্রতিষ্ঠানসমূহের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল প্রতিষ্ঠানের নিবন্ধন সনদের নবায়নের মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথচ প্রতিষ্ঠানের নিজস্ব ত্রুটি যেমন- সারের প্যাকেট, হালনাগাদ আয়কর ইত্যাদি কারণে নবায়ন প্রক্রিয়া সম্পন্ন হয় নাই, তাদেরকে আগামী ৩০ সেপ্টেম্বর- ২০২৪ মধ্যে নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সর্বশেষ তাগিদপত্র প্রদান করা হল। অন্যথায় আগামী ৩০/০৯/২০২৪ খ্রিঃ তারিখের পর অনবায়নকৃত সকল সনদ স্বয়ংক্রীয়ভাবে বাতিল বলে গণ্য হবে। উপজেলা কৃষি অফিসারগণ ১৫/১০/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে তার উপজেলার আওতাধীন অনবায়নকৃত প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুতকরত: আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রতিবেদন প্রেরণ করবেন।

প্রকাশের তারিখ
10/09/2024
আর্কাইভ তারিখ
30/09/2054