১।। ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে বােরাে ধানের হাইব্রিড (এসএল-৮এইচ) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ সহায়তা প্রদান কর্মসুচির আওতায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির জন্য মাদারীপুর জেলায় বরাদ্দকৃত উপকার ভােগীর সংখ্যা আর্থিক বরাদ্দ উপজেলাওয়ারী বিভাজন ও বাস্তবায়ন সম্পর্কে আলােচনা। |
২।। ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে বােরাে ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার সহায়তা প্রদান কর্মসুচির আওতায় মাদারীপুর জেলায় বরাদ্দকৃত উপকার ভােগীর সংখ্যা আর্থিক বরাদ্দ উপজেলাওয়ারী বিভাজন ও বাস্তবায়ন সম্পর্কে আলােচনা।
৩।। ২০২২-২৩অর্থ বছরে রবি মৌসুমে বােরাে ধানের সমালয়ে চাষাবাদ এর জন্য মাদারীপুর জেলায় ৫০ একর আয়তনের ০২টি ব্লক প্রদর্শনী বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রদর্শনী স্থাপনের জন্য কৃষকের মাঝে বিনা মুল্যে হাইব্রিড(এসএল-৮এইচ) বীজ, সার ও অন্যান্য সহায়তা প্রদানের নিমিত্তে উপজেলা ও ব্লক নির্বাচন প্রসঙ্গে আলােচনা।
৪।। ২০২২-২৩ অর্থ বছরে চলতি রবি মৌসুমে বিভিন্ন ফসলের প্রণােদনা কর্মসূচী বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলােচনা।
৫।। বিবিধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস