শিবচরে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আইএফডিসি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ)-এর উদ্যোগে হাইব্রিড জাতের ভাঙ্গর ও পার্পল কিং বেগুন প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গোপালপুর এলাকায় ইউএসএআইডি-এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি)-এর ফিল্ড সুপারভাইজার নাজমুল হক, ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মাহমুদা খানম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নাসির উদ্দীন মাসুদ এবং ৪০ জন পুরুষ-মহিলাদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস