Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

🌴🌴🌴‘খেজুরের রস খেজুরের গুড়, দক্ষিণের দ্বার মাদারীপুর’🌴🌴🌴


শিরোনাম
উপযোগী আবহাওয়ায় চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলনের আশা করছেন মাদারীপুরের শিবচর উপজেলার কৃষকরা।
বিস্তারিত

উপযোগী আবহাওয়ায় চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলনের আশা করছেন মাদারীপুরের শিবচর উপজেলার কৃষকরা।

উত্সাহী কৃষকরা তাদের প্রধান ফসল বোরো ধান কাটাতে ব্যস্ত দিন পার করছেন।

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্র জানায়, এ বছর কৃষকরা 2,910 হেক্টর জমি বোরো চাষের আওতায় এনেছেন এবং তারা তিনটি জাতের বোরো ধান চাষ করেছেন যার মধ্যে 365 হেক্টর জমিতে উচ্চ জাতের, উচ্চ ফলনশীল জাত 2,485 হেক্টর এবং স্থানীয় জাত। 60 হেক্টর।


বর্তমানে অনেক ক্ষেত পরিপক্ক অবস্থায় থাকায় ধীর গতিতে ধান কাটা চলছে। আগামী সপ্তাহে পুরোদমে ফসল কাটা শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা। এসব প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে তারা সন্তোষজনক ফল পাওয়ার আশাবাদী।


বর্ষা শুরুর আগেই ধান কাটা শেষ করতে কৃষকরা এবার আরও নিচু চর জমি, বিল ও নদী এলাকা বোরো ধান চাষের আওতায় নিয়ে এসেছেন।

চরজনাজাত ইউনিয়নের কৃষক নুরু হাওলাদার (৫১) বলেন, স্থানীয় বোরো ধানের কোনো সেচ ও সার লাগে না, শুধু এক শুকনো জমি থেকে অন্য জলাভূমিতে যেতে হয়, শুধু শ্রম দরকার। তিনি বলেন, এটি চরের মানুষের জন্য একটি অতিরিক্ত ধান ফসল যারা সাধারণত তাদের কঠিন সময়ে ফসল কাটায়।

 চরজানাজাত ইউনিয়নের আরেক কৃষক তোতা মিয়া (৪৫) বলেন, “স্থানীয় বোরো ধানকে অতিরিক্ত ফসল হিসেবে বিবেচনা করা হলেও এটি চরবাসীর জন্য খুবই সহায়ক কারণ এটি শুধু আমাদের ধানই দেয় না, আমাদের গবাদি পশুর মাথার খাবারও দেয়।


তিনি বলেন, এ বছর আমি দুই বিঘা জমিতে স্থানীয় বোরো ধান চাষ করেছি যার অধিকাংশই কেটে গেছে। আমি ভালো উৎপাদন পেয়েছি।”

কৃষক তাহের হাওলাদার জানান, তিনি ইতোমধ্যে বোরো ধান কাটা শুরু করেছেন এবং ভালো ফলন পাচ্ছেন। চলতি মাসেই বোরো কাটা শেষ হবে বলে আশা করছেন তিনি।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অনুকূল আবহাওয়া, সময়মতো চাষাবাদ, সার, সেচ সুবিধাসহ অন্যান্য কৃষি উপকরণের কারণে বোরো ধানের ভালো ফলনের আশা করছেন কৃষকরা। চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছে ২ হাজার ৯১০ হেক্টর জমিতে।

বোরো ধানের রোপন করা চারা ইতিমধ্যেই ভালো বেড়েছে এবং ধানের ক্ষেত সবুজে পরিণত হয়েছে বলে জানান তিনি।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/05/2024
আর্কাইভ তারিখ
02/08/2056