Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

🌴🌴🌴‘খেজুরের রস খেজুরের গুড়, দক্ষিণের দ্বার মাদারীপুর’🌴🌴🌴


শিরোনাম
কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের সফলতার গল্প
ছবি
ডাউনলোড

নাম: মো: খবির চৌকিদার

পিতার নাম: উমেদ আলী চৌকিদার

গ্রাম : পশ্চিম ছিলারচর

ব্লক : ছিলারচর

ইউনিয়ন: ছিলারচর

উপজেলা: মাদারীপুর সদর

জেলা : মাদারীপুর

প্রধান উদ্যোগ: ডাল ও তেল বীজ উৎপাদন

মোবাইল: ০১৮৪৯৩৫৩৮৩৫

কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ২০১৯ সাল থেকে তিনি সরিষা, মসুর, ধনিয়া, মৌ-চাষ ও মধু উৎপাদন করে আসছেন। তিনি চলতি বছর ১,৬০,০০০/- টাকার সরিষা এবং ৬০,০০০/- টাকার মসুর বীজ বিক্রির লক্ষ্যমাত্রা আছে। বিগত ২০১৯ থেকে ২০২১ (০৩) বছরে ৫,০০,০০০/- টাকার বীজ এবং ৫০,০০০/- টাকার মধু বিক্রি করেছেন। বর্তমানে তিনি একজন সফল বীজ এসএমই। এই কৃষি কার্যক্রমের মাধ্যমে তার এক ছেলে এবং এক মেয়েকে উচ্চ শিক্ষা শিক্ষিত করেছেন। তিনি এই প্রকল্পের মাধ্যমে একজন সফল কৃষি উদ্যোক্তায় পরিচিতি পেয়েছেন।